চলতি বছরের ২৫ জানুয়ারী থেকে নিখোঁজ হয়েছেন চন্দনাইশ পৌরসভা সদরের প্রবাসী আবু তাহেরের ছেলে ১৪ বছর বয়সী মোহাম্মদ জাবের উদ্দিন।
২৮ জানুযারী ছেলের খুঁজ পেতে মা কুসুম সিকদার চন্দনাইশ থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।
ডায়েরি সূত্রে জানা যায়, জাবের পটিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দারুল আমানত হেফজখানার শিক্ষার্থী। সে বর্তমানে ১০ পারায় তালিম নিচ্ছিল।
গত ২৫ জানুয়ারি বিকালে হেফাজখানায় যাওয়ার জন্য বের হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে চন্দনাইশ থানায় নিখোঁজ ডায়েরি করেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধান মেলেনি নিখোঁজ মোহাম্মদ জাবেরের। তার খোঁজ পেতে সকলের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।
যোগাযোগ :-01919240061, 01822990920।