কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার বালুখালীতে ছিনতাইকারীদের ধাক্কায় সড়কে পড়ে ট্রাক চাপায় এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
নিহত রোহিঙ্গা যুবকের নাম আবু তাহের (২৫), সে ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের বি/৬ ব্লকের জাফর আলমের ছেলে।
শনিবার (৩১মে) রাত সাড়ে ৮ টার দিকে মরা আমগছতলা ঢালার মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মরা আমগাছ তলা এলাকায় চলন্ত সিএনজিতে যাত্রীসেজে ছিনতাইয়ের পর নিহত যুবক তাহেরকে ধাক্কা দেয়, এসময় কক্সবাজারগামী মাছ বোঝাই ট্রাকের নিচে পড়ে যায় সে।
সিএনজিতে থাকা নিহত যু্বকের মা জানান, তাঁর এক অসুস্থ আত্মীয়কে দেখতে থাইংখালী যাওয়ার পথে ক্যাম্প-১১ সিআইসি কার্যালয়ের সামনে চলন্ত সিএনজিততে যাত্রীবেশে থাকা কয়েকজন যুবক হটাৎ তাঁদেরকে ছুরি ধরে সব কেড়ে নেয়, পরে তাঁর ছেলের কাছে থাকা এন্ড্রয়েড ফোন ও নগদ টাকা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে সিএনজি থেকে ফেলে দেয়, চলন্ত সিএনজি থেকে সড়কের উপরে পড়ে গেলে কক্সবাজারগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ৮ এপিবিএনের সদস্যরা উপস্থিত হলে ছিনতাইকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে।
শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বালুখালী এলাকায় এক ব্যক্তি ট্রাক চাপায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম গিয়ে মরদেহ উদ্ধার করে, তবে কোনো ছিনতাইকারীকে আটক করা যায়নি বলে জানান তিনি।
তাছাড়া ঘটনায় ব্যবহৃত সিএনজি বা ট্রাক কোনটাই আটক করতে পারেনি পুলিশ।
এদিকে এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।
এ ঘটনায় বালুখালী এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।