রামুতে অপারেশন ডেভিল হান্টে ২ জন আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ মে) রামু থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ওসমান গণি(৪৭), অপরজন জোয়ারিয়ানালা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: জহির (৩৪)।
আটকের বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আমরা তাদের আটক করেছি। তাদের বিরুদ্ধে যথাযথ নিয়মে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।