রাষ্ট্রের সাংবিধানিক এবং গনতান্ত্রিক প্রতিষ্ঠানের যতবড় কর্মকর্তা হোক সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। এটাই হবে জুলাই গনঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা।মঙ্গলবার বিকেলে কক্সবাজারের পেকুয়া জিএমসি এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, পাকা প্রতিষ্ঠান মানে ভালো প্রতিষ্ঠান নয়৷ ভালো শিক্ষক মানেই হলো ভালো প্রতিষ্ঠান। একজন প্রকৃত ভালো শিক্ষকই পারে শিক্ষার্থীদের সৎ ও আদর্শবান হিসাবে গড়ে তুলতে। এর আগে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ পেকুয়া জিএমসি এলামনাই এসোসিয়েশনের স্থায়ী কার্যালয়ের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
পেকুয়া জি.এম.সি.এলামনাই এসোসিয়েশনের সভাপতি আমিরুল মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবলা বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মুসলেম উদ্দিনের যৌথ সঞ্চালনায় শতাব্দীর প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান জি.এম.সি’র ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হোসেন চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক এ.এম. শাহাজাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন, কক্সবাজার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠিতা ও চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান,পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমসহ অন্যরা।