ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ‘প্রত্যাবাসন শুরু না হলে রোহিঙ্গা সংকট সমাধান হবে না’ আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই: সিইসি দ্বৈত বার্তা: বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের কূটনৈতিক রহস্য মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ফোরকান চমেকে মারা গেছেন সড়ক অবরোধ, ১ ঘন্টা পর স্বাভাবিক যান চলাচল কানের দুলের জন্যে প্রাণ কেড়ে নিলো কন্যা শি’শুর! শিক্ষকের মর্যাদা, শিক্ষার মান- দুটোই হোক সর্বোচ্চ অগ্রাধিকার সব প্রস্তুতি নিয়েও যেকারণে আন্তর্জাতিক ফ্লাইটে দেরি কক্সবাজার বিমানবন্দর ‘কুকুর’ ধরলো রাজমিস্ত্রীর ইয়াবা টেকনাফে মানব পাচারে ‘জিরো টলারেন্স’ বলছে বিজিবি পালংখালী জামায়াতের কর্মী সমাবেশে জেলা আমীর আনোয়ারী-ষড়যন্ত্র মোকাবেলা করে দাঁড়ি পাল্লার বিজয়ে ঐক্যবদ্ধ হোন টেকনাফে ১৪ মামলার পলাতক আসামী মুন্না র‍্যাবের হাতে গ্রেফতার বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র কমিটি অনুমোদন কক্সবাজার সৈকতে ‘লোক সমুদ্র’

ইজিবাইকের ঋণের টাকাকে কেন্দ্র করে খুন করা হয় মুজিবকে!

কক্সবাজার শহরের পাহাড়তলীর হালিমাপাড়া এলাকায় এক ইজিবাইক চালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মুজিবুর রহমান (৩৭) একই এলাকার মৃত আবদুর জলিলের ছেলে।

কক্সবাজার মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকের তথ্য দেন ওসি। তবে ‘তদন্তের স্বার্থে’ উল্লেখ করে তার নাম পরিচয় জানাতে চাননি তিনি।

এঘটনা সংঘটিত হয় একটি গ্যারেজের ভেতর। ওই সময়কার সেখানের সিসিটিভি চিত্র আমাদের হাতে এসেছে। এতে দেখা যায় নিহত চালক মুজিব অপর এক চালকের সাথে কথা বলছিলেন। হঠাৎ তিন-চার জন যুবক এসে মুজিবকে মারধর করতে থাকে। তাদের হাতে ছুরি জাতীয় বস্তু দেখা যায়।

মুজিবের সাথে কথোপকথনে থাকা অটো চালক দেলোয়ার বলেন, “কিছু বুঝে উঠার আগেই তারা মারতে মারতে মুজিবকে গ্যারেজ থেকে বের করে ফেলে, একপর্যায়ে ছুরিকাঘাত করে চলে যায়”।

“গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন”- বলেন দেলোয়ার।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সেলিম বলেন, “হামলাকারীদের হাতে গুলিও দেখেছি।”

নিহত মুজিবের ভাই তানভীর বলেন, “ইজিবাইক কেনার ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার হোছনের ছেলে মাদকাসক্ত গোলাম মোস্তফার দ্বন্দ্ব হয়। ঋণের টাকা পরিশোধ না করায় মোস্তফার ইজিবাইক রেখে দিয়েছিলেন আমার ভাই মুজিব। এঘটনায় ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে খুন করেছে গোলাম মোস্তফা।”

এঘটনায় অংশ নেয়া যুবকরা কক্সবাজার শহরের ছিনতাইসহ নানান অপরাধে জড়িত থাকার তথ্য দিয়েছে সেখানকার স্থানীয়রা এবং যুবকরা অস্ত্র সজ্জিত থেকেই অপকর্ম করে যান।

হালিমাপাড়া সমাজ কমিটির সভাপতি নুরুল আবছার বলেন, “এঘটনায় অংশ নেয়া গোলাম মোস্তফা, আনোয়ার ও তাদের আরেক ভাই শাওন একত্রে অতর্কিত গ্যারেজে ঢুকে হত্যা করে মুজিবকে।”

নাম প্রকাশ না করার শর্তে এক এলাকাবাসী জানান, এঘটনায় অংশ নেয়া যুবক শাওনের রয়েছে নিজস্ব সন্ত্রাসী গ্রুপ। যারা অস্ত্রসজ্জিত হয়ে কক্সবাজার শহরজুড়ে ছিনতাই, মাদক বহন ও বিক্রির কাজে জড়িত।

কক্সবাজার থানার ওসি ইলিয়াস খানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি আপাতত কোনো তথ্য দিতে চাননি। তিনি বলেন, অপরাধীরা চিহ্নিত হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এই হত্যাকান্ডের পরই ক্ষুব্ধ এলাকাবাসী গোলাম মোস্তফাদের বাড়ি ভাংচুর করেন। এসময় সেখান থেকে ৩টি বুলেট উদ্ধার করে এলাকাবাসী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ইজিবাইকের ঋণের টাকাকে কেন্দ্র করে খুন করা হয় মুজিবকে!

আপডেট সময় : ১১:৫৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

কক্সবাজার শহরের পাহাড়তলীর হালিমাপাড়া এলাকায় এক ইজিবাইক চালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মুজিবুর রহমান (৩৭) একই এলাকার মৃত আবদুর জলিলের ছেলে।

কক্সবাজার মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকের তথ্য দেন ওসি। তবে ‘তদন্তের স্বার্থে’ উল্লেখ করে তার নাম পরিচয় জানাতে চাননি তিনি।

এঘটনা সংঘটিত হয় একটি গ্যারেজের ভেতর। ওই সময়কার সেখানের সিসিটিভি চিত্র আমাদের হাতে এসেছে। এতে দেখা যায় নিহত চালক মুজিব অপর এক চালকের সাথে কথা বলছিলেন। হঠাৎ তিন-চার জন যুবক এসে মুজিবকে মারধর করতে থাকে। তাদের হাতে ছুরি জাতীয় বস্তু দেখা যায়।

মুজিবের সাথে কথোপকথনে থাকা অটো চালক দেলোয়ার বলেন, “কিছু বুঝে উঠার আগেই তারা মারতে মারতে মুজিবকে গ্যারেজ থেকে বের করে ফেলে, একপর্যায়ে ছুরিকাঘাত করে চলে যায়”।

“গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন”- বলেন দেলোয়ার।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সেলিম বলেন, “হামলাকারীদের হাতে গুলিও দেখেছি।”

নিহত মুজিবের ভাই তানভীর বলেন, “ইজিবাইক কেনার ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার হোছনের ছেলে মাদকাসক্ত গোলাম মোস্তফার দ্বন্দ্ব হয়। ঋণের টাকা পরিশোধ না করায় মোস্তফার ইজিবাইক রেখে দিয়েছিলেন আমার ভাই মুজিব। এঘটনায় ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে খুন করেছে গোলাম মোস্তফা।”

এঘটনায় অংশ নেয়া যুবকরা কক্সবাজার শহরের ছিনতাইসহ নানান অপরাধে জড়িত থাকার তথ্য দিয়েছে সেখানকার স্থানীয়রা এবং যুবকরা অস্ত্র সজ্জিত থেকেই অপকর্ম করে যান।

হালিমাপাড়া সমাজ কমিটির সভাপতি নুরুল আবছার বলেন, “এঘটনায় অংশ নেয়া গোলাম মোস্তফা, আনোয়ার ও তাদের আরেক ভাই শাওন একত্রে অতর্কিত গ্যারেজে ঢুকে হত্যা করে মুজিবকে।”

নাম প্রকাশ না করার শর্তে এক এলাকাবাসী জানান, এঘটনায় অংশ নেয়া যুবক শাওনের রয়েছে নিজস্ব সন্ত্রাসী গ্রুপ। যারা অস্ত্রসজ্জিত হয়ে কক্সবাজার শহরজুড়ে ছিনতাই, মাদক বহন ও বিক্রির কাজে জড়িত।

কক্সবাজার থানার ওসি ইলিয়াস খানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি আপাতত কোনো তথ্য দিতে চাননি। তিনি বলেন, অপরাধীরা চিহ্নিত হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এই হত্যাকান্ডের পরই ক্ষুব্ধ এলাকাবাসী গোলাম মোস্তফাদের বাড়ি ভাংচুর করেন। এসময় সেখান থেকে ৩টি বুলেট উদ্ধার করে এলাকাবাসী।