“ দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে র্যার্লী ও দূর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া।
সোমবার সকালে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক লাইব্রেরীর শহিদ দৌলত ময়দানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, সিপিপি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কক্সবাজারের ডিএডি তানহারুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।