কক্সবাজারের প্রান্তিক নারী শ্রমিকদের বৈষম্যহীন অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়ে কক্সবাজার কমিউনিটি আলায়েন্স আন্তর্জাতিক নারী দিবসে বিবৃতি দিয়েছে।
এবারের নারী দিবসের প্রতিপাদ্য “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন। এই প্রতিপাদ্যকে ধারণ করে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে সম্মান এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে দৃঢ় অবস্থানের কথা জানায় সংগঠনটি।
কক্সবাজার কমিউনিটি আলায়েন্স মনে করে, কক্সবাজারের শুঁটকি শিল্পে কর্মরত প্রায় ১৮,০০০ নারী শ্রমিক, যারা দেশের অন্যতম বৃহৎ শুঁটকি মহাল নাজিরারটেক-এ কর্মরত, তারা এখনো বৈষম্যের শিকার। সমান কাজ করেও পুরুষদের তুলনায় তারা অর্ধেক মজুরি পান। একইভাবে, ঝিনুক ও লবণ শিল্পের হাজারো নারী শ্রমিকও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত।
আজকের দিনে, কক্সবাজার কমিউনিটি আলায়েন্সের পক্ষ থেকে প্রান্তিক নারী শ্রমিকদের অধিকার ও সমতা নিশ্চিতের জোরালো দাবি জানানো হয় এবং সমাজের সব স্তরের নারীদের প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানানো হয়।