মহেশখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে ১০ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) বিকালে এই অভিযান পরিচালনায় থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ্ জানান, মূল্য তালিকা না থাকা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এই জরিমানা করা হয়েছে।
উপজেলার হোয়ানক ও কালারমারছড়ার বিভিন্ন বাজারে এই অভিযান চালানো হয়।
হেদায়েত উল্যাহ্ জানান, রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়সহ নানা অনিয়মের বিরুদ্ধে মহেশখালী উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ, মহেশখালী থানার সাব-ইন্সপেক্টর জীবন চন্দ্র দাস।