২০২০ সালের ৩১ জুলাই রাতে মেরিনড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনার সাড়ে চার বছরপর মেরিনড্রাইভের সেখানেই উদ্বোধন করা হলো ‘মেজর সিনহা স্মৃতিফলক’।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে মেরিন ড্রাইভে মেজর সিনহা স্মৃতিফলকটি উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার- উজ- জামান।
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার মেরিন ড্রাইভে টেকনাফ থানা পুলিশের চেকপোস্টে নিহতের ঘটনারস্থলেই নির্মাণ করা হয় স্মৃতিফলকটি।
উদ্বোধনের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ সেনা, বিজিবি এবং র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২০ সালের ৩১ জুলাই রাত ৯ টায় কক্সবাজার-টেকনাফে মেরিনড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন।
মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান ২০১৮ সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেন। চাকরিজীবনে অসম্ভব মেধাবী ও বিচক্ষণ অফিসার ছিলেন সিনহা, তার বাবা অর্থমন্ত্রণালয়ের সাবেক উপসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এরশাদ খান।
তিন ভাই-বোনের মধ্যে সিনহা ছিলেন মেজো। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। মেজর সিনহা নিজের ইউটিউব চ্যানেল ‘জাস্ট গো’র শুটিং করতে কক্সবাজার এসেছিলেন।