কক্সবাজার ডিসি কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ১৫ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন খুরুশকুলের সন্তান তারেকুল ইসলাম রিয়াদ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে সংগঠনের প্রধান উপদেষ্টা ও কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মো: ইব্রাহিম হোসেন কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মিফতাহুল জান্নাত ও রাফিউস সাদেক, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হৃদয়, সহ-সম্পাদক নুসরাত জাহান নুপুর ও মো. জামিল উদ্দিন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম সাঈদী, প্রচার সম্পাদক ওয়াসিমুল বারী সাঈদ, উপ-প্রচার সম্পাদক জিসান শর্মা, শিক্ষা ও কল্যাণ সম্পাদক জে এন আবছার, আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক শফিউর রহমান, সদস্য যথাক্রমে মো. জাহেদ, মেহেদি হাসান, মো. হুসেন জয় এবং মিজানুর রহমান।
এসময় সভাপতি তারেকুল ইসলাম রিয়াদ সকলের কাছে দোয়া কামনা করেছেন।