চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মহেশখালীর শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট’স এসোসিয়েশন অব মহেশখালী (চুসাম) এর নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলা প্রাঙ্গণে সকাল ১০ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। পরে নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কর্মকর্তা ফলাফল প্রকাশ করেন।
এতে সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে শাপলা প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচিত হয় সিকান্দার বাদশা এবং দোয়াত কলম প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় খোরশেদুল ইসলাম।
পরে নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীরা নির্বাচিতদের উষ্ণ অভ্যর্থনা জানান।