কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষে শিহাব কবির নাহিদ নিহতের ঘটনায় নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্ত দাবী করে কর্মসূচি পালিত হয়েছে।
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (কসউবি) এর ২০১১ এসএসসি ব্যাচের ছাত্র নাহিদ হত্যার ঘটনায় এ কর্মসূচি পালন করে কসউবি প্রাক্তন ছাত্র পরিষদ। সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করে সংগঠনটি। এরপর প্রাক্তন ছাত্রদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় বিচার দাবীতে।
কসউবি প্রাক্তন ছাত্র পরিষদের মিডিয়া সমন্বয়ক সৌরভ দেব এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাহিদ হত্যার ন্যায় বিচার দাবীতে একাধিক দাবী উত্থাপন করা হয় স্মারকলিপিতে। দাবী গুলো হলো-
১. সুষ্ঠু ও নিরপেক্ষ বিভাগীয় তদন্ত সম্পন্ন করা হোক
২. নিহত নাহিদের পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হোক
৩. দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান
৪. আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দায়িত্বশীল আচরনের প্রতি গুরুত্ব দেয়া
৫. এ ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ