রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চাঁদাবাজির প্রতিবাদ করায় নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদের উপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাতে এই ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ওই প্রধান শিক্ষকের পরিবার ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, ওই এলাকার আলমগীর ও তার ভাই আহসান সহ কয়েকজন মিলে এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে সামনে গরু বহনকারী গাড়ি থেকে চাঁদাবাজি করে যাচ্ছে অনেক দিন যাবৎ। প্রধান শিক্ষক রমিজ আহমদ সহ এলাকার লোকজন এসব চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় এই আলমগীর ও তার ভাই আহসান নাদেরুজ্জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর বর্বরোচিত হামলা করে। এতে রমিজ আহমদ গুরুতর আহত হয়। খবর পেয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এলাকাবাসীদের সাথে নিয়ে আলমগীর ও আহসান এর বাড়িতে হামলা করে। প্রধান শিক্ষক রমিজ উপর নৃশংস হামলার বিচার চাই।
এদিকে প্রবাসী আলমগীর হোসেনের অভিযোগ, ছোট ভাই জাতীয় নাগরিক কমিটি রামু উপজেলা প্রতিনিধি আহসানুল জুবাইর চাঁদাবাজির প্রতিবাদ করলে তাঁকে হত্যা করতে ডাকাতদল পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী বাহিনী রাত ১১ টায় আলমগীর হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় বলে অভিযোগ করেন আলমগীর।