মুক্তিযদ্ধের অন্যতম সংগঠক,সমাজহিতৈষী প্রয়াত ডাঃ হীরেন্দ্র লাল চক্রবর্তী’র স্মরণে, আমাদের পারিবারিক উদ্যোগে এবং বড়ছড়া সমাজ কল্যান সমিতির আয়োজনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সম্পন্ন।
আজ ০২ ফেব্রুয়ারী, বিকাল ০৪.০০ টায় বড়ছড়া মসজিদ সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন আমার দাদুর স্নেহধন্য বড়ছড়া সমাজ কল্যান সমিতির সভাপতি আব্দুল হাকিম মাস্টার,সাধারণ সম্পাদক মৌলভি শামসুল হুদা মাইজভান্ডারি চাচা,মোতালেব মাঝি,কন্ট্রাক্টর মুজিব মিয়া,লতিফ মাইজভান্ডারি,জয়নাল হুদা,শামসু মিয়া প্রমুখ।
ডাঃ হীরেন্দ্র লাল চক্রবর্তীর পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন প্রকৌশলী অন্তিক চক্রবর্তী,কক্সবাজার সিটি কলেজের শিক্ষক অধ্যাপিকা ঈপসীতা চক্রবর্তী।
এসময় প্রকৌশলী অন্তিক চক্রবর্তী বলেন,প্রান্তিক মানুষের ডাক্তার ছিলেন আমার দাদু হীরেন্দ্র লাল চক্রবর্তী। হিমছড়ির পাশ্ববর্তী আর অবারিত সমুদ্রের কোল ঘেষে পাহাড়ের চূড়ায় দিন দুপুরেও কনকনে শীত। আমাদের পারিবারিক প্রয়াসে আমরা চেষ্টা করেছি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর।