চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া থানা পুলিশের টহলরত একটি সিএনজি দুর্ঘটনার কবলে পড়েছে। দ্রুতগামী একটি নোহা গাড়ির
ধাক্কায় এ দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে । এতে পুলিশের একজন
সাব-ইন্সপেক্টর,দুইজন কনস্টেবল আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০জানুয়ারি)রাত ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুইঁয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন,চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই)সোহরাব সাকিব,কনস্টেবল
মোহাম্মদ মোস্তাফিজ ও জীবন।
জানা গেছে,এসআই সোহরাব সাকিব থানা থেকে অটোরিকশা (সিএনজি)যোগে পুলিশের একটি একটি টিম নিয়ে মহাসড়কের ফাঁসিয়াখালী,ডুলাহাজারায় ডিউটিতে ছিলেন।
টহলরত সিএনজি কোটাখালীর দিকে যাওয়ার পথে কক্সবাজার মুখি দ্রুত গতির একটি নোহা পিছনে গাড়িটিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।
চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুইঁয়া বলেন, পুলিশ সদস্যরা টহল দেওয়ার সময় নোহা গাড়ির ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে।তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।নোহা গাড়িটিকে ধরতে চেষ্টা চলছে।