বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, যারা জোর গলায় নারীর ক্ষমতায়নের কথা বলেছে, তারাই এখন নারীর উপর সহিংসতা চালাচ্ছে।
আজ সকাল (২৮ জানুয়ারি ’২৬) কালারমারছড়া ইউনিয়নের এক পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, একটি দল নারীর ক্ষমতায়ন, নারী অধিকার ও সমতার কথা বলে এসেছে; নির্বাচনে তারাই আজ নারীর উপর নির্যাতন, নিপীড়ন ও সহিংসতায় লিপ্ত হচ্ছে। এটি শুধু অমানবিক চরম উদাহরণ নয়, বরং নারীর প্রতি অমর্যাদ ও অবমাননা ।”
ড. হামিদুর রহমান আযাদ আরও বলেন, “নারীর ক্ষমতায়ন কোনো স্লোগান বা রাজনৈতিক মুখোশ নয়—এটি হতে হবে বাস্তব জীবনের প্রতিফলন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে নারীর ক্ষমতায়নের সব দাবি অর্থহীন হয়ে পড়ে।”
তিনি নারীর প্রতি সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ড. হামিদুর রহমান আযাদ এসব ঘটনাকে সামনে রেখে আগামী নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নারী কর্মীদের উপর অব্যাহত এই সহিংসতা চলতে থাকলে আগামী নির্বাচন নিয়ে মানুষের মাঝে গভীর সংশয় সৃষ্টি হবে। সরকার এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।
এ সময় ড. হামিদুর রহমান আযাদ মহেশখালী–কুতুবদিয়ায় আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের পূর্বে অনেকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। তারা যদি নির্বাচিত হয় দুর্নীতির মাধ্যমে শুধু নিজেদের উন্নয়ন করবে।
এ সময় জামায়াত নেতা মাস্টার নজরুল ইসলাম, কামরুল হাসান, রশিদ মেম্বার সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি: 






















