হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী।
সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার সুমাইয়া বিনতে আফছার স্বাক্ষরিত এক আদেশে এ বিষয়টি নিশ্চিত করা হয়। হাইকোর্টের রিট পিটিশন ৭৫৩১/২০২৫ খৃষ্টাব্দে প্রচারিত ১৯/১/২০২৬ তারিখের আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদেশ প্রদান করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতন ঘটলে সারাদেশে কয়েক হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়৷ সেই সাথে বিভিন্ন মামলা জনিত কারণেও চেয়ারম্যান পদ হারাতে হয়েছে ইউনুস চৌধুরীকে৷ সেই থেকে পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা করা হয়। দীর্ঘদিন পর অবশেষে হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পান ইউনুস চৌধুরী।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউনুস চৌধুরী বলেন, নানা ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে দীর্ঘদিন চেয়ারম্যান পদ থেকে সরিয়ে রাখা হয়েছিলো। অবশেষে মহামান্য হাইকোর্টের রায়ে আমি ন্যায় বিচার পেয়েছি। আমি আমার প্রাণপ্রিয় মগনামা বাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
রেজাউল করিম, পেকুয়া: 






















