নির্বাচনি মহাসমাবেশে যোগ দিতে চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিমান যোগে তিনি চট্টগ্রাম পৌঁছান।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে নামেন। সাড়ে ৭টার মধ্যে তিনি বিমানবন্দর থেকে বের হয়ে যান।
বিমানবন্দরে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
টিটিএন ডেস্ক: 























