মহেশখালীতে যৌথ অভিযানে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনব্যাপী কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মহেশখালীর জেলেপাড়া সংলগ্ন এলাকায় কম্বিং অপারেশন পরিচালনা করে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত অবৈধ জাল গুলো মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
নিজস্ব প্রতিবেদক : 























