১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কক্সবাজার জেলার একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এস এম নুরুল হক আর নেই। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আছরের নামাজের পর ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ছুরুতিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাংলাদেশ বিমানবাহিনী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় সদর উপজেলা ইউএনও তানজিলা তাসনিম, কক্সবাজার-৩ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বিমানবাহিনীর কর্মকর্তাবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এস এম নুরুল হক মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি পাকিস্তানের সারগোদা বিমানঘাঁটি থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং পরে বাংলাদেশ বিমানবাহিনীতে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের পতেঙ্গা তেল শোধনাগার ধ্বংসের অভিযানে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
মুক্তিযুদ্ধের পর তিনি বিমানবাহিনীতে কর্মরত থেকে ১৯৭৭ সালে অবসর নেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিজস্ব প্রতিবেদক: 























