চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, ‘ প্রচারণা শুরু হয়নি এখনো, তার মধ্যেই টাকা বিতরণ শুরু হয়ে গেছে। ধানের শীষে ভোট দিলে ৫ হাজার টাকা দেওয়া হবে আমাদের কাছে এমন ভিডিও প্রমাণ আছে। প্রশাসনকে বিষয়টি প্রমাণ সহ জানানো হলেও তারা নিরেপক্ষতা রাখতে পারেনি এবং এবং এবিষয়ে কোন পদক্ষেপ নিতে পারেনি। ‘
‘বাড়ি বাড়ি গিয়ে জামায়াত কর্মীরা বিকাশ নাম্বার নিচ্ছে এমন অভিযোগ উঠেছে’ এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ এসব বায়বীয় অভিযোগ যার কোন প্রমাণ নেই কাউন্টার দেওয়ার জন্য এমন ভিত্তিহীন অপপ্রচার করা হচ্ছে।’
বুধবার (২১ জানুয়ারি) কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি আরো বলেন, ‘ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বেড়েছে, সন্ত্রাসীদের আনাগোণা বেড়েছে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে আমরা প্রশাসন কে সিরিয়াস হওয়ার অনুরোধ করছি।’
প্রসঙ্গত, কক্সবাজার-১ আসনে ফারুকের একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জ্যেষ্ঠ প্রতিবেদক : 






















