টেকনাফের হোয়াইক্যং সীমান্তে গুলিবিদ্ধ শিশু আফনানের অস্ত্রোপচার চলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের অপারেশন থিয়টারে চলছে এই অস্ত্রোপচার।
তার কানের পাশে ঢুকে থাকা বুলেট বের করার এই অপারেশন শুরু হয় রাত সাড়ে ১২ টায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৩ টা) অপারেশন চলছে বলে জানান আফনানের চাচা মো: শওকত।
চট্টগামে মেডিকেল কলেজে অবস্থান করা তারা আরেক চাচা এরশাদ জানান, এর আগে রাতে শরীরের বিভিন্ন পরীক্ষা ও সিটিস্ক্যান সম্পন্ন হয়। সব রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকেরা বুলেট বের করতেই এই অপারেশনের সিদ্ধান্ত নেয়।
রবিবার সকালে সীমান্তের ওপার থেকে বুলেটটি তার কানের পাশে এসে লাগে।
তাকে আশংকাজনক অবস্থায় চমেকে প্রেরণ করা হলে, সেখানে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।
আফনানের চাচা মোহাম্মদ শওকত জানান,বিজিবিসহ সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের তরফ থেকে সব ধরনের সহযোগীতা করা হচ্ছে।
১২ বছর বয়সী আফনান টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রীজ এলাকার জসিম উদ্দিনের মেয়ে।
শামীমুল ইসলাম ফয়সাল 















