ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশুটি মারা যায়নি মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত আরাকান আর্মির উপর জান্তার বিমান হামলা: প্রকম্পিত এপারের সীমান্ত এলাকা কাজের কথা বলে তিন রোহিঙ্গা অপহরণ, মুক্তিপণ আদায়; রামুতে একজন আটক সাগরতীরে সংস্কৃতি কর্মীদের মিলনোৎসব: সম্প্রীতির বন্ধনে এগিয়ে যেতে হবে-কাজল টেকনাফে ধরা পড়লো ১০৯ মণ ছুরি মাছ: ৮ লাখ টাকায় বিক্রি উদ্বোধন হলো WWW.KAZALBNP.COM নামের ওয়েব পোর্টাল: কক্সবাজারে প্রথম কোনো এমপি প্রার্থীর ওয়েবসাইট মহেশখালীতে ডাকাতের কবলে পড়া ২ মাঝি উদ্ধার: আটক ১ আমরা কাকে ভোট দেব; তা নয়, আমরা কী জন্য ভোট দেব? শীতে যে সব রোগের ঝুঁকি থাকে : প্রতিরোধে করনীয় টেকনাফে সং’ঘ’র্ষে উত্তপ্ত রোহিঙ্গা ক্যাম্প, নিহত এক রবিবার শহরের যে সব এলাকায় বিদ্যুত থাকবে না সাংবাদিক এস. এম. হান্নান শাহের জানাজা রাত ৮ টায় চকরিয়ার বাটাখালীতে আজকের বাজারে সোনার দাম আপিলে প্রার্থীতা ফিরে পেলেন সাবেক এমপি হামিদুর রহমান আযাদ

রবিবার শহরের যে সব এলাকায় বিদ্যুত থাকবে না

আসন্ন নির্বাচন, রমজান মাস, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কক্সবাজারে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।

বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ (বিউবো) কক্সবাজার দপ্তরের নির্বাহী প্রকৌশলী জানিয়েছে, তাদের আওতাধীন ৩৩ ও ১১ কেভি ফিডারের দুই পাশে গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল ১১ জানুয়ারি (রোববার) শহরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

🔹সকাল ৭টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে

১১ কেভি ডিএস–০৫ ফিডার এর আওতাধীন— ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, কামারপট্টি, চাউল বাজার, বাজারঘাটা, বড় মসজিদ এলাকা, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট (আংশিক), মুসলিম স মিল, গোদার পাড়া।

এছাড়া ১১ কেভি ডিএস–০৬ ফিডার এর আওতাধীন— বিজিবি ক্যাম্প, মল্লিকাপাড়া, সিকদারপাড়া, বড়ুয়াপাড়া, পেতা সওদাগরপাড়া, উত্তর ডিককুল, নাফপুঞ্জপাড়া, আশরাফ আলী পেট্রোল পাম্প এলাকা, উত্তর হাজীপাড়া, লিংক রোড, ফয়েজ পেট্রোল পাম্প, উত্তর জানার ঘোনা, মেরিন সিটি ও সাধুর পাড়ায় বিদ্যুৎ থাকবে না।

🔹সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে

১১ কেভি কলাতলী পশ্চিম ফিডার এর আওতাধীন— ডিভাইন রোড, ওশ্যান প্যারাডাইজ ও সুগন্ধা বীচ এলাকা (প্রাসাদ প্যারাডাইজ পর্যন্ত)।

বিউবো কক্সবাজার দপ্তর সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা কোনো জরুরি কারণে কাজ সম্পন্ন করা সম্ভব না হলে তা পরবর্তী সময়ে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশুটি মারা যায়নি

This will close in 6 seconds

রবিবার শহরের যে সব এলাকায় বিদ্যুত থাকবে না

আপডেট সময় : ০৪:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

আসন্ন নির্বাচন, রমজান মাস, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কক্সবাজারে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।

বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ (বিউবো) কক্সবাজার দপ্তরের নির্বাহী প্রকৌশলী জানিয়েছে, তাদের আওতাধীন ৩৩ ও ১১ কেভি ফিডারের দুই পাশে গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল ১১ জানুয়ারি (রোববার) শহরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

🔹সকাল ৭টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে

১১ কেভি ডিএস–০৫ ফিডার এর আওতাধীন— ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, কামারপট্টি, চাউল বাজার, বাজারঘাটা, বড় মসজিদ এলাকা, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট (আংশিক), মুসলিম স মিল, গোদার পাড়া।

এছাড়া ১১ কেভি ডিএস–০৬ ফিডার এর আওতাধীন— বিজিবি ক্যাম্প, মল্লিকাপাড়া, সিকদারপাড়া, বড়ুয়াপাড়া, পেতা সওদাগরপাড়া, উত্তর ডিককুল, নাফপুঞ্জপাড়া, আশরাফ আলী পেট্রোল পাম্প এলাকা, উত্তর হাজীপাড়া, লিংক রোড, ফয়েজ পেট্রোল পাম্প, উত্তর জানার ঘোনা, মেরিন সিটি ও সাধুর পাড়ায় বিদ্যুৎ থাকবে না।

🔹সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে

১১ কেভি কলাতলী পশ্চিম ফিডার এর আওতাধীন— ডিভাইন রোড, ওশ্যান প্যারাডাইজ ও সুগন্ধা বীচ এলাকা (প্রাসাদ প্যারাডাইজ পর্যন্ত)।

বিউবো কক্সবাজার দপ্তর সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা কোনো জরুরি কারণে কাজ সম্পন্ন করা সম্ভব না হলে তা পরবর্তী সময়ে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।