ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংঘবদ্ধ ধর্ষণের মুলহোতা বাবু আটক: বাকীদের খুঁজছে পুলিশ চুপ প্রশাসন, নিষেধাজ্ঞা না মেনে আতশবাজি ফুটল সৈকতে বার্মিজ মার্কেট এলাকার বাসিন্দা বকুল আর নেই: জানাজা বৃহস্পতিবার ভালো কিছু শুরুর আশা পঁচিশের শেষ সূর্যাস্ত দেখতে আসা পর্যটকদের স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া জনজোয়ারে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল সংসদ ভবনের পথে খালেদা জিয়ার মরদেহ কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে: মানতে হবে পুলিশী নির্দেশনা, বার বন্ধ থাকবে শোক পালন: সাগরতীরের তারকা হোটেলগুলোতে থার্টি-ফার্স্টের আয়োজন বাতিল চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা রুমিন ফারহানা-নীরবসহ ৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার

চুপ প্রশাসন, নিষেধাজ্ঞা না মেনে আতশবাজি ফুটল সৈকতে

রাত ১২ টা ০১ মিনিট, ক্যালেন্ডারে এলো নতুন বছর ২০২৬। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তীব্র শীতের মাঝে কক্সবাজার সৈকতে হাজির হয়ে বর্ষবরণ করলেন লাখো পর্যটক। প্রায় আধঘন্টা ধরে আকাশে রঙ ছড়াতে থাকল আতশবাজি, উড়ল হাজারো ফানুস।

একদিন আগেই বর্ষবরণ’কে কেন্দ্র করে আতশবাজি – ফানুস উড়ানোতে নিষেধাজ্ঞা সহ ৭টি বিধিনিষেধ জারি করেছিলো জেলা পুলিশ।
কিন্তু বাস্তব চিত্র একেবারেই উলটো, আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যের উপস্থিতিতেই চলেছে আতশবাজি-ফানুস উৎসব।

বর্ষবরণের মুহুর্তে নেচে গেয়ে হৈ-হুল্লোড় করতে দেখা গেছে পর্যটকদের। প্রিয়জন, বন্ধু-বান্ধবদের নিয়ে আগত সবাই উপভোগ করেছেন সেইক্ষণ। নরসিংদী থেকে বেড়াতে আসা তাসনিম অধরা বলেন, ‘ নতুন বছর সবার শুভ হোক সেই কামনা করি। পুরনো বছরে ভালো-খারাপ অনেক স্মৃতি জমেছে, সব ভুলে কক্সবাজারে ২৬ সালকে বরণ করতে পেরে আনন্দিত।’

নিষেধাজ্ঞার পরও ফানুস কেন উড়াচ্ছেন? এমন প্রশ্নের জবাবে এক পর্যটক উলটো প্রশ্ন রেখে বলেন, ‘ সবাই উড়াচ্ছে ফানুস, আতশবাজি ফোটানো হচ্ছে। দেখতেই তো পাচ্ছেন! আমরা উড়ালে কিইবা এমন সমস্যা হবে?’

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে তারকামানের হোটেলগুলোতে ইনডোর-কনসার্ট সহ অনেক আয়োজন স্থগিত করা হয়েছে।

স্থানীয় সংগীত শিল্পী আব্দুল্লাহ হিরো নিজের ফেসবুকে লিখেছেন, ‘সারা দেশে ওপেন কনসার্ট বন্ধ,আতশ বাজি ফোটানো বন্ধ ঘোষণার পরেও দেখলাম ঠিকই গান আর আতশ বাজির আওয়াজে থাকতে পারছিনা। তাহলে আজকে আমাদের মিউজিশিয়ানদের লাইভ কনসার্ট, ইভেন্ট বন্ধ করে লাভটা কি হলো? আমার নিজের দুইটা শো বাতিল হলো,অনেক বড় বড় ইভেন্ট এর শো বাতিল। ‘

তিনি আরো উল্লেখ করেন, ‘সবাই নেত্রীর শোক দিনকে সমর্থন দিয়ে সব কনসার্ট বাতিল করে দিলো। এখন যা হচ্ছে সেটা কি তাহলে? এখনো গানের সাউন্ড চলছে সবখানে। তাহলে ধরে নিবো সব কি আমাদের বেলায় হারাম? যাত্রার গান হালাল???’

বিকেল থেকে পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল দেখা গেছে। কিন্তু রাতে নিষেধাজ্ঞার পরও কেন আতশবাজি ফোটানো বা ফানুস উড়ানো বন্ধ হলো না? এমন প্রশ্নের উত্তর চেয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

ট্যাগ :

This will close in 6 seconds

চুপ প্রশাসন, নিষেধাজ্ঞা না মেনে আতশবাজি ফুটল সৈকতে

আপডেট সময় : ০১:৪৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

রাত ১২ টা ০১ মিনিট, ক্যালেন্ডারে এলো নতুন বছর ২০২৬। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তীব্র শীতের মাঝে কক্সবাজার সৈকতে হাজির হয়ে বর্ষবরণ করলেন লাখো পর্যটক। প্রায় আধঘন্টা ধরে আকাশে রঙ ছড়াতে থাকল আতশবাজি, উড়ল হাজারো ফানুস।

একদিন আগেই বর্ষবরণ’কে কেন্দ্র করে আতশবাজি – ফানুস উড়ানোতে নিষেধাজ্ঞা সহ ৭টি বিধিনিষেধ জারি করেছিলো জেলা পুলিশ।
কিন্তু বাস্তব চিত্র একেবারেই উলটো, আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যের উপস্থিতিতেই চলেছে আতশবাজি-ফানুস উৎসব।

বর্ষবরণের মুহুর্তে নেচে গেয়ে হৈ-হুল্লোড় করতে দেখা গেছে পর্যটকদের। প্রিয়জন, বন্ধু-বান্ধবদের নিয়ে আগত সবাই উপভোগ করেছেন সেইক্ষণ। নরসিংদী থেকে বেড়াতে আসা তাসনিম অধরা বলেন, ‘ নতুন বছর সবার শুভ হোক সেই কামনা করি। পুরনো বছরে ভালো-খারাপ অনেক স্মৃতি জমেছে, সব ভুলে কক্সবাজারে ২৬ সালকে বরণ করতে পেরে আনন্দিত।’

নিষেধাজ্ঞার পরও ফানুস কেন উড়াচ্ছেন? এমন প্রশ্নের জবাবে এক পর্যটক উলটো প্রশ্ন রেখে বলেন, ‘ সবাই উড়াচ্ছে ফানুস, আতশবাজি ফোটানো হচ্ছে। দেখতেই তো পাচ্ছেন! আমরা উড়ালে কিইবা এমন সমস্যা হবে?’

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে তারকামানের হোটেলগুলোতে ইনডোর-কনসার্ট সহ অনেক আয়োজন স্থগিত করা হয়েছে।

স্থানীয় সংগীত শিল্পী আব্দুল্লাহ হিরো নিজের ফেসবুকে লিখেছেন, ‘সারা দেশে ওপেন কনসার্ট বন্ধ,আতশ বাজি ফোটানো বন্ধ ঘোষণার পরেও দেখলাম ঠিকই গান আর আতশ বাজির আওয়াজে থাকতে পারছিনা। তাহলে আজকে আমাদের মিউজিশিয়ানদের লাইভ কনসার্ট, ইভেন্ট বন্ধ করে লাভটা কি হলো? আমার নিজের দুইটা শো বাতিল হলো,অনেক বড় বড় ইভেন্ট এর শো বাতিল। ‘

তিনি আরো উল্লেখ করেন, ‘সবাই নেত্রীর শোক দিনকে সমর্থন দিয়ে সব কনসার্ট বাতিল করে দিলো। এখন যা হচ্ছে সেটা কি তাহলে? এখনো গানের সাউন্ড চলছে সবখানে। তাহলে ধরে নিবো সব কি আমাদের বেলায় হারাম? যাত্রার গান হালাল???’

বিকেল থেকে পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল দেখা গেছে। কিন্তু রাতে নিষেধাজ্ঞার পরও কেন আতশবাজি ফোটানো বা ফানুস উড়ানো বন্ধ হলো না? এমন প্রশ্নের উত্তর চেয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।