কক্সবাজার জেলা জজ আদালতের সাবেক পিপি ,কক্সবাজার সিটি কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি এডভোকেট ফরিদুল আলম মারা গেছেন।
সোমবার দিবাগত রাত ১ টা ৫০ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ,৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর ) বাদ মাগরিব শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে গোলদীঘির পাড়ের বড় কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও ৯০’ এর স্বৈরাশাসন বিরোধী আন্দোলনের ছাত্রনেতা এডভোকেট ফরিদুল আলমের মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজারের নানান শ্রেনী পেশার মানুষ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৩ টা নাগাদ মরদেহ কক্সবাজার শহরের থানার পেছনের সড়কের নীজবাড়িতে পৌঁছাবে বলে স্বজনেরা জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: 


















