নাইক্ষ্যংছড়ির আদর্শ গ্রামের জারুলিয়াছড়িস্থ ১১ বিজিবির তল্লাশি চৌকিতে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক পাচারকারী আটক হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবাসহ পাচারকারী আটকে সক্ষম হয় ১১ বিজিবির টহল দল। এসময় ১টি মোবাইল ও নগদ ৩ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
আটককৃত মোঃ হাসান (৩৩) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০১/ই ব্লকের নজির আহমেদের ছেলে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ইয়াবাগুলো আটককৃত রোহিঙ্গা হাসান সীমান্ত এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো।পথিমধ্যে বিজিবির জালে সে আটকা পড়ে। সীমান্ত চোরাচালানরোধে ১১ বিজিবি নিরলসভাবে কাজ করছেন বলে যোগ করেন এই কর্মকর্তা।
হাফিজুল ইসলাম চৌধুরী 






















