টেকনাফের হ্নীলায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো এক মটরসাইকেল চালকের। নিহতের নাম জকির আহমেদ (৪০)।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিক মোহাম্মদ শেখ রাসেল জানায়, কক্সবাজার থেকে টেকনাফগামী যাত্রীবাহী মিনিবাসের সাথে টেকনাফ থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রান হারান মোটরসাইকেল চালক জকির আহমেদ। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে বাসের অন্তত ১৯ যাত্রী আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধান রয়েছে।
নিহত জকির আহমেদ হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াব্রাং এলাকার নাগু সদরের পুত্র এবং হ্নীলা ইউনিয়ন নির্মাণ শ্রমিক দলের সভাপতি বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 











