২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত আওয়ামী হায়েনা-দুর্বৃত্তদের নারকীয় হত্যাকান্ডে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য ও সাবেক কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক ও বেদনাবিধুর ঘটনা
সংঘটিত হয়েছিল। ওইদিনের রাজনৈতিক সহিংসতার ঘটনার বিচার আজও পর্যন্ত না হওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা এবং চাপা ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে জড়িতদের দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু হলেও লগি-বৈঠাধারী আওয়ামী হায়েনাদের বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আমরা অবিলম্বে ২৮ অক্টোবরে সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞের বিচার দাবি করছি। তিনি সংঘাত ও রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে সকল রাজনৈতিক দলের সহনশীলতা এবং গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
২৮ অক্টোবর সোমবার শহরের জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত “আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ মহসিন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন শহর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান। আলোচনা সভা শেষে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী।
সংবাদ বিজ্ঞপ্তি: 




















