কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার অফিস সহকারী ও শহরের সাহিত্যিকা পল্লীর বাসিন্দা নজরুল ইসলাম আর নেই।
সোমবার রাত ৯ টা ২৫ মিনিটে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার বয়স হয়েছিলো ৪৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০ টায় সিটি কলেজ সংলগ্ন সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার অকাল মৃত্যু তে সাহিত্যিকা পল্লীর নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিজস্ব প্রতিবেদক 





















