কক্সবাজার শহরের গোলদীঘি পুকুরে ধরা পড়েছে বিশাল ওজনের একটি বিশাল কাতাল মাছ। শুক্রবার সকালে মাছটি ধরেন স্থানীয় যুবক নয়ন ধর। পরে মাছটি দেখতে এলাকার মানুষজন ভিড় জমায়। মাছটি শুক্রবারে ধরা পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছটি ভাইরাল হয় রবিবারে।
নয়ন ধর টিটিএন-কে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর তথ্যটি সঠিক নয়। সবখানে বলা হচ্ছে ১১ কেজি ওজনের কাতাল মাছ। তবে মাছটির প্রকৃত ওজন ৬ কেজির মতো। আমি শুক্রবার ২ টি মাছ ধরেছি। দুটি মিলে ১২ কেজি মতো হবে।
প্রত্যক্ষদর্শী পার্থ দেব জানান, নয়ন ধরের বড়শিতে মাছটি ধরা পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছটি ১১ কেজি ওজনের বলে ছড়িয়ে পড়লেও এটার আসল ওজন ৬ কেজি বলে জানান তিনি।
মাছটির বিশাল আকার দেখে অনেকে অবাক হন এবং মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। কেউ কেউ বলেন, গোলদিঘিতে এর আগে এমন বড় কাতলা দেখা যায়নি।
স্থানীয়দের মতে, এ ধরনের মাছ সাধারণত নদী বা বড় জলাশয়ে পাওয়া যায়। গোলদিঘিতে এমন বড় মাছ পাওয়া বিরল ঘটনা হওয়ায় এলাকাজুড়ে আনন্দ উৎসবের আমেজ সৃষ্টি হয়।
নিজস্ব প্রতিবেদক: 






















