চ্যানেল আই, দৈনিক আমাদের সময় ও বাংলাদেশ পোস্টের কক্সবাজারের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিকের মা রাউজাতুন্নাহার আর নেই। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৩টায় কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মহেশখালী উপজেলার কালার মার ছড়া ইউনিয়নের চিকনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মরহুম শিক্ষক ফরিদুল আলমের সহধর্মিণী ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। গত দেড় মাসে তিনি দুইবার স্ট্রোকে আক্রান্ত হন।
সবশেষ কক্সবাজার সদর হাসপাতালে সিসিইউ (CCU) থেকে তাকে আইসিইউতে (ICU) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা শনিবার দুপুরের পর কক্সবাজারের মহেশখালী উপজেলার কালার মার ছড়া ইউনিয়নের চিকনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রাউজাতুন্নাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টিটিএন পরিবার।
নিজস্ব প্রতিবেদক 




















