ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় ৮ খুদে হাফেজার কোরআন সবিনা খতম উপলক্ষে নানান আয়োজন বাবার সাথে মাছ ধরতে গিয়ে রেজুখালে স্কুল শিক্ষার্থী নিখোঁজ মহেশখালীর যুবদল নেতা রিয়াদ মোহাম্মদ আরফাতের অকাল মৃত্যুতে সালাহউদ্দিন আহমদের শোক রামু বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান সম্পন্ন বসতি বে রিসোর্টের সাথে লুৎফর রহমান কাজলের সম্পৃক্ততা নেই – কর্তৃপক্ষ নির্বাচনি জোট নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি: আখতার রেস্তোরাঁ শিল্প বাঁচাতে আন্দোলনের হুঁশিয়ারি কক্সবাজারের রেস্তোরাঁ মালিকদের… বিমানবন্দরের আগুন তদন্তে বিশেষজ্ঞ আসছেন ৪ দেশ থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লক্ষ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা উদ্ধার: আটক ১ সাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত সাংবাদিক সরওয়ার আজম মানিকের মায়ের জানাজা সম্পন্ন নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ: ‘উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি’র অন্তর্বর্তী কমিটি গঠন সাংবাদিক সরওয়ার আজম মানিকের মায়ের ইন্তেকাল: টিটিএনের শোক কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকা লজ্জাজনক- জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ চকরিয়ায় কাভার্ডভ্যানের নিচে মোটর সাইকেল: নিহত-২

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকা লজ্জাজনক- জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন,স্বাধীনতার ৫৩ বছর পরও কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকা জাতির জন্য লজ্জাজনক।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রতীরের সী প্রিন্সেস হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই স্পিরিট’-এর চেতনায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। কক্সবাজার প্রেসক্লাব ও জাতীয় প্রেসক্লাব যৌথভাবে কক্সবাজারের উন্নয়নে কাজ করে যাবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম হেলালী। এতে দেশের বিভিন্ন জেলার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত কার্যকর করা এবং প্রেসক্লাবের পক্ষ থেকে দাবিকৃত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবিলম্বে স্থাপন করতে হবে। তিনি সতর্ক করে বলেন,

“ফ্যাসিস্ট দোসর সাংবাদিকরা এখনো সক্রিয়। দেশপ্রেমিক সাংবাদিকদের অনৈক্যের সুযোগে তারা সুবিধা নিতে পারে। ঐক্য না থাকলে যেকোনো সময় বিপদ আসতে পারে।”

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, “কক্সবাজার যেমন দেশের পর্যটন রাজধানী, অর্থনীতির সুতিকাগার, তেমনি মাদক ও রোহিঙ্গা সংকটে এখন এটি এক ফুঁসতে থাকা আগ্নেয়গিরি।”

তিনি আরো বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে অফিস-আদালত আমার জন্য নিষিদ্ধ ছিল। সাংবাদিকদের বলব—আপনারা কলম ধরলে হবেন বাংলাদেশের প্রতিনিধি, তখন না আমি, না তারেক রহমান—কেউ নয়, লেখবেন শুধু দেশের পক্ষে।”

বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, গত ১৭ বছরে দেশের গণমাধ্যম সঠিক ভূমিকা রাখতে পারেনি।

“কিছু সংবাদপত্র ও সম্পাদকদের দলদাস সাংবাদিকতার কারণে সাংবাদিকদের মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে। এই দলদাস সাংবাদিকতাই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শাসকে পরিণত করেছে।”

তিনি বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কোনো সরকারই ফ্যাসিস্ট হতে পারে না; এজন্য সহনশীল ও লোভ-লালসামুক্ত থাকতে হবে।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, “দেশে দুর্নীতি রোধ করতে হলে তিনটি প্রতিষ্ঠান ঠিক রাখতে হবে—আদালত, পুলিশ ও গণমাধ্যম।”
তিনি সাংবাদিকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বলেন, “কোনো দলের কাছে বিক্রি হয়ে যাওয়া সাংবাদিকতার মৃত্যু।”

অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফরসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় ৮ খুদে হাফেজার কোরআন সবিনা খতম উপলক্ষে নানান আয়োজন

This will close in 6 seconds

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকা লজ্জাজনক- জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ

আপডেট সময় : ০১:১৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন,স্বাধীনতার ৫৩ বছর পরও কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকা জাতির জন্য লজ্জাজনক।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রতীরের সী প্রিন্সেস হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই স্পিরিট’-এর চেতনায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। কক্সবাজার প্রেসক্লাব ও জাতীয় প্রেসক্লাব যৌথভাবে কক্সবাজারের উন্নয়নে কাজ করে যাবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম হেলালী। এতে দেশের বিভিন্ন জেলার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত কার্যকর করা এবং প্রেসক্লাবের পক্ষ থেকে দাবিকৃত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবিলম্বে স্থাপন করতে হবে। তিনি সতর্ক করে বলেন,

“ফ্যাসিস্ট দোসর সাংবাদিকরা এখনো সক্রিয়। দেশপ্রেমিক সাংবাদিকদের অনৈক্যের সুযোগে তারা সুবিধা নিতে পারে। ঐক্য না থাকলে যেকোনো সময় বিপদ আসতে পারে।”

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, “কক্সবাজার যেমন দেশের পর্যটন রাজধানী, অর্থনীতির সুতিকাগার, তেমনি মাদক ও রোহিঙ্গা সংকটে এখন এটি এক ফুঁসতে থাকা আগ্নেয়গিরি।”

তিনি আরো বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে অফিস-আদালত আমার জন্য নিষিদ্ধ ছিল। সাংবাদিকদের বলব—আপনারা কলম ধরলে হবেন বাংলাদেশের প্রতিনিধি, তখন না আমি, না তারেক রহমান—কেউ নয়, লেখবেন শুধু দেশের পক্ষে।”

বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, গত ১৭ বছরে দেশের গণমাধ্যম সঠিক ভূমিকা রাখতে পারেনি।

“কিছু সংবাদপত্র ও সম্পাদকদের দলদাস সাংবাদিকতার কারণে সাংবাদিকদের মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে। এই দলদাস সাংবাদিকতাই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শাসকে পরিণত করেছে।”

তিনি বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কোনো সরকারই ফ্যাসিস্ট হতে পারে না; এজন্য সহনশীল ও লোভ-লালসামুক্ত থাকতে হবে।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, “দেশে দুর্নীতি রোধ করতে হলে তিনটি প্রতিষ্ঠান ঠিক রাখতে হবে—আদালত, পুলিশ ও গণমাধ্যম।”
তিনি সাংবাদিকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বলেন, “কোনো দলের কাছে বিক্রি হয়ে যাওয়া সাংবাদিকতার মৃত্যু।”

অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফরসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন