ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে মিলল ১০ হাজার ইয়াবা ওপার থেকে ছোড়া গুলি পায়ে বিঁধলো নারীর খুনিয়া পালংয়ে চলন্তগাড়িতে ফিল্মি কায়দায় ডা’কা’তি, মোবাইলও টাকা ছিনতাই চকরিয়ায় ফের ২ মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছি: সৈয়দা রিজওয়ানা হাসান উখিয়ায় ৮ খুদে হাফেজার কোরআন সবিনা খতম উপলক্ষে নানান আয়োজন বাবার সাথে মাছ ধরতে গিয়ে রেজুখালে স্কুল শিক্ষার্থী নিখোঁজ মহেশখালীর যুবদল নেতা রিয়াদ মোহাম্মদ আরফাতের অকাল মৃত্যুতে সালাহউদ্দিন আহমদের শোক রামু বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান সম্পন্ন বসতি বে রিসোর্টের সাথে লুৎফর রহমান কাজলের সম্পৃক্ততা নেই – কর্তৃপক্ষ নির্বাচনি জোট নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি: আখতার রেস্তোরাঁ শিল্প বাঁচাতে আন্দোলনের হুঁশিয়ারি কক্সবাজারের রেস্তোরাঁ মালিকদের… বিমানবন্দরের আগুন তদন্তে বিশেষজ্ঞ আসছেন ৪ দেশ থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লক্ষ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা উদ্ধার: আটক ১ সাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 453

মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে কক্সবাজারে ১৫৫ দশমিক ৭০ একর বনভূমি বরাদ্দ নিয়ে শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি নির্মাণের অভিযোগে এ অনুসন্ধান করা হচ্ছে।

জাফর আলম (প্রয়াত) মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের ভাই। ২০১৬ সালে নিয়ম বহির্ভূতভাবে এ বনভূমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ সমকালকে বলেন, অনুসন্ধানের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের বিষয়ে তথ্য চেয়ে ইতোমধ্যে সরকারি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলাম সমকালকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলম কর্তৃক বনভূমি দখলের বিষয়ে দুদকের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছি। তাদের চাহিদা অনুযায়ী তথ্যগুলো দ্রুত সময়ের মধ্যে সরবরাহ করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৬ সালে রামু উপজেলার খুনিয়াপালং মৌজায় ১৫৫ দশমিক ৭০ একর জমি শহীদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের নামে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়া হয়। এ জমি ৭৭ লাখ ৭ হাজার ১৫০ টাকা মূল্য নির্ধারণ করে ৭ লাখ ৭০ হাজার ৭১৫ টাকা মূল্যে বন্দোবস্ত দেওয়া হয়। পরে শহীদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের নাম পরিবর্তন করে শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি নাম দেওয়া হয়।

ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দপত্রে দেশের অন্যতম জীববৈচিত্রসমৃদ্ধ বনভূমিকে অকৃষি খাসজমি হিসেবে দেখানো হয়েছে।

এতে বন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিল বন বিভাগ। এ ছাড়া খুনিয়াপালং মৌজায় বন্দোবস্ত দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর এ জমি গেজেটভুক্ত রক্ষিত বনভূমি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমির নামে ১৫৫ দশমিক ৭০ একর বনভূমি নিয়মবহির্ভূতভাবে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিয়েছিল আওয়ামী লীগ সরকার। পরে বর্তমান অন্তর্বর্তী সরকার দ্বায়িত্ব নেওয়ার পর এ বন্দোবস্ত বাতিলের অনুরোধ জানিয়ে গত ২১ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়কে চিঠি দেয়।

চিঠিতে বলা হয়, বনভূমি রক্ষার মাধ্যমে ওই অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থা টিকিয়ে রাখতে এ বন্দোবস্ত বাতিল করা প্রয়োজন। পরে গত ১০ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয় শহীদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের অনুকূলে দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর ভূমির বন্দোবস্ত বাতিল করে।

ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুদ কামাল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বন্দোবস্ত বাতিল করা হয়। চিঠিতে বলা হয়েছে, বন্দোবস্তকৃত জমিটি গেজেটভুক্ত বনভূমি হওয়ায় এ বন্দোবস্ত বাতিল করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৫৫ দশমিক ৭০ একর জমি ইজারা নিয়ে ওই জায়গাতে থাকা লাখ লাখ বিভিন্ন প্রজাতির গাছ মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের পরিবারের সদস্যরা রাতারাতি কেটে বিক্রি করে দিয়েছে।

সূত্র- বাসস নিউজ ( বাংলাদেশ সংবাদ সংস্থা)

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে মিলল ১০ হাজার ইয়াবা

This will close in 6 seconds

সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

আপডেট সময় : ১২:০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে কক্সবাজারে ১৫৫ দশমিক ৭০ একর বনভূমি বরাদ্দ নিয়ে শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি নির্মাণের অভিযোগে এ অনুসন্ধান করা হচ্ছে।

জাফর আলম (প্রয়াত) মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের ভাই। ২০১৬ সালে নিয়ম বহির্ভূতভাবে এ বনভূমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ সমকালকে বলেন, অনুসন্ধানের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের বিষয়ে তথ্য চেয়ে ইতোমধ্যে সরকারি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলাম সমকালকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলম কর্তৃক বনভূমি দখলের বিষয়ে দুদকের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছি। তাদের চাহিদা অনুযায়ী তথ্যগুলো দ্রুত সময়ের মধ্যে সরবরাহ করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৬ সালে রামু উপজেলার খুনিয়াপালং মৌজায় ১৫৫ দশমিক ৭০ একর জমি শহীদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের নামে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়া হয়। এ জমি ৭৭ লাখ ৭ হাজার ১৫০ টাকা মূল্য নির্ধারণ করে ৭ লাখ ৭০ হাজার ৭১৫ টাকা মূল্যে বন্দোবস্ত দেওয়া হয়। পরে শহীদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের নাম পরিবর্তন করে শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি নাম দেওয়া হয়।

ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দপত্রে দেশের অন্যতম জীববৈচিত্রসমৃদ্ধ বনভূমিকে অকৃষি খাসজমি হিসেবে দেখানো হয়েছে।

এতে বন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিল বন বিভাগ। এ ছাড়া খুনিয়াপালং মৌজায় বন্দোবস্ত দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর এ জমি গেজেটভুক্ত রক্ষিত বনভূমি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমির নামে ১৫৫ দশমিক ৭০ একর বনভূমি নিয়মবহির্ভূতভাবে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিয়েছিল আওয়ামী লীগ সরকার। পরে বর্তমান অন্তর্বর্তী সরকার দ্বায়িত্ব নেওয়ার পর এ বন্দোবস্ত বাতিলের অনুরোধ জানিয়ে গত ২১ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়কে চিঠি দেয়।

চিঠিতে বলা হয়, বনভূমি রক্ষার মাধ্যমে ওই অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থা টিকিয়ে রাখতে এ বন্দোবস্ত বাতিল করা প্রয়োজন। পরে গত ১০ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয় শহীদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের অনুকূলে দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর ভূমির বন্দোবস্ত বাতিল করে।

ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুদ কামাল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বন্দোবস্ত বাতিল করা হয়। চিঠিতে বলা হয়েছে, বন্দোবস্তকৃত জমিটি গেজেটভুক্ত বনভূমি হওয়ায় এ বন্দোবস্ত বাতিল করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৫৫ দশমিক ৭০ একর জমি ইজারা নিয়ে ওই জায়গাতে থাকা লাখ লাখ বিভিন্ন প্রজাতির গাছ মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের পরিবারের সদস্যরা রাতারাতি কেটে বিক্রি করে দিয়েছে।

সূত্র- বাসস নিউজ ( বাংলাদেশ সংবাদ সংস্থা)