সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ঢাকার নটরডেম কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন পাহাড়ি দ্বীপ মহেশখালীর বাসিন্দা চৌধুরী সুবে জাদীদ।
তিনি বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র।
বৃগস্পতিবার (১৬ অক্টোবর)সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এই সাফল্যের সংবাদ জানা যায়।
ঢাকার নটরডেম কলেজে এবার জিপিএ–৫ পেয়েছেন ২ হাজার ৪৫৪ জন।জাদীদ তাঁদেরই একজন।এর আগে প্রতিটি বোর্ড পরীক্ষাতেও জাদিদ অসাধারণ ফলাফল অর্জন করেন।
অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমানের দুই সন্তান ছোট মেয়ের সোহাইলা ফাইরোজ কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যায়নরত রয়েছেন।
অধ্যক্ষ মুজিবুর রহমানের বাড়ি মহেশখালী উপজেলার কালারমার ছাড়া ইউনিয়নে।
মহেশখালীর সন্তানের এই কৃতিত্ব এক অনুপ্রেরণার উদাহারণ হয়ে থাকবে বলে অভিমত স্থানীয়দের।
সাইফুল ইসলাম সাইফ: 
























