কক্সবাজার দোকান মালিক সমিতি ফেড়ারেশনের সদস্য জিল্লুর রহমান চৌধুরী ও আজীবন সদস্য জাহেদুল ইসলামের সদস্য পদ বাতিল করা হয়েছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আবুল হাশেম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১০ অক্টোবর সাধারণ সভা চলাকালে সমিতির শৃংখলা পরিপন্থী কাজ করায় গঠনতন্তের ধারা ১১ ছ মতে জিল্লুর রহমান চৌধুরী ও জাহেদুল ইসলামের সদস্য পদ বাতিল করা হয়।
১৩ অক্টোবর সমিতির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।
গেলো ১০ অক্টোবর দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সভায় সমিতির প্রকাশনায় সভাপতি হিসেবে সাবেক পৌর মেয়র মাহাবুবর রহমানের ছবি দেয়া হলে তা নিয়ে প্রশ্ন তোলেন জুলাই আন্দোলনের সংগঠক খালিদ বিন সাঈদ। এসময় জিল্লুর রহমান চৌধুরী, জাহেদুল ইসলামসহ সমিতির বেশ কয়েকজন সদস্য প্রতিবাদ জানালে শুরু হয় হট্টগোল। পরে সমিতির জ্যেষ্ঠ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ নিয়ে সহযোদ্ধা মো: খালিদ বিন সাঈদকে হেনস্তা করার প্রতিবাদে কক্সবাজার শহরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে জুলাই আন্দোলনের সারথীরা। পরে প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘটনায় জড়িতদের সমিতি থেকে বহিস্কারসহ বিভিন্ন দাবী জানানো হয়।