কক্সবাজারের চকরিয়ায় নদী থেকে আয়েশা সিদ্দিকা এলি মণি (১১)নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাতামুহুরি নদীর দক্ষিণ কাকারা ৮নং ওয়ার্ড এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত এলি মণি একই এলাকার মনছুর আলমের মেয়ে।সে দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
পরিবার জানায়-বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এলি মনি সহ তারা কয়েকজন নদীতে গোসল করতে যায়।গোসলের এক পর্যায়ে নদীতে ভেসে যেতে থাকে,তখন সাথে থাকা সবাই তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তুু সম্ভব হয়নি।স্বজন ও স্থানীয়রা নদীতে খুঁজাখুঁজি করে। ফায়ার বিগ্রেডের কর্মীরাও বৃহস্পতিবার একদফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। শুক্রবার ফের ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করলে দুপুর ১২টার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার হয়।
এ বিষয়ে জানতে চাইলে কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন.শিশুটি নিখোঁজের পর স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের টিম উদ্ধারে অনেক চেষ্টা চালায়।পরে ২১ ঘন্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া 





















