বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নুরুল হক বলেছেন- মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের অন্যতম প্রধান শর্ত হচ্ছে দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক। তাঁদের মান বৃদ্ধির জন্য বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সরকারি সফরে রামুর থিমছড়ি এলাকায় প্রতিষ্ঠিত গর্জনিয়া খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গর্জনিয়া খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এডভোকেট মাওলানা আবুল মনছুরের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম চৌধুরী ও উপজেলা জামায়াতের আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান।
শুক্রবার সকালে দুই দিনের সরকারি সফরে কক্সবাজার পৌঁছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নুরুল হক। এরপর কক্সবাজার শহরের আবেদিয়া মডেল দাখিল মাদ্রাসা ও ইমাম মুসলিম (রা:) ইসলামিক সেন্টার দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে রামুর গর্জনিয়া খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মিলিত হন।