রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে ২০২৪ সালের ৮মে, মিয়ানমারের গরু পাচারে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে আবুল কাশেমকে নৃশংসভাবে হত্যার মামলায়- শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতকে এক দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বুধবার (৬ আগস্ট) এ আদেশ দেন।
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডাকাত শাহীনুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে রামু থানা-পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।
২০২৪ সালের ৮মে দিবাগত রাত ৩টার দিকে ঘর থেকে তুলে নিয়ে কৃষক আবুল কাশেমকে গুলি করে হত্যা করা হয়। পর দিন ৯মে স্থানীয় কাঠুরিয়ারা গর্জনিয়ার বড়বিলের নারাইম্মার ঝিরিতে কাশেমের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।