কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৬ আগস্ট সন্ধ্যায় হাসপাতাল সড়কের দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় দেশের মানুষের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জুলাই ছিল সাড়ে পনেরো বছরের আওয়ামী জুলুম -নির্যাতন, গুম-খুন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের প্রতীক। জুলাইয়ের চেতনা নষ্ট করে দেশকে পুরোনো ধারায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র দেশবাসী ও তরুণ প্রজন্ম মেনে নিবে না। আমরা সরকার কে অবিলম্বে জনমানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জুলাই সনদ কে আইনীভিত্তি দেওয়ার উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। দেশের সকল সম্ভাবনা কে কাজে লাগিয়ে সকল ধর্ম-বর্ণের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তিনি সকলকে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।
জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলার নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, মাওলানা শফিউল হক জিহাদী, আখতার আহমদ, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, আব্দুল্লাহ আল ফারুক, জাকির হোছাইন।