ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালারমারছড়ায় পুলিশের অভিযান: অস্ত্রসহ আটক ৩ মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্যে সাক্ষাৎ সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দ : ৬ মাসে ৪০ কোটি টাকার অধিক মূল্যের ইয়াবা উদ্ধার ৩৪ বিজিবির পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার হলো রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মমিনুল টেকনাফে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মোনথা এখন প্রবল ঘূর্ণিঝড়, যাচ্ছে অন্ধ্রের দিকে প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ জন আনসার নিয়োজিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা লরির ধাক্কায় লাইন থেকে উল্টে পড়লো ট্রেন, চাপা পড়ে নিহত ১ ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ১৯তম অ্যালামনাই পুনর্মিলনী ১২ ডিসেম্বর টিএসসি প্রাঙ্গণে কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন জেলা প্রশাসনের কর্মচারী নজরুল ইসলাম আর নেই: মঙ্গলবার সকাল ১০ টায় জানাজা ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে ৫ দিন বৃষ্টির আভাস টেকনাফ পাহাড়ে পাচারকারীদের হাতে জিম্মি ২২ নারী-পুরুষ উদ্ধার ভুয়া কাগজে জমি দখলের চেষ্টা, আদালত রায় দিলো প্রকৃত মালিকের পক্ষে

দ্বিকক্ষ সংসদের প্রয়োজন আছে কিনা, প্রশ্ন উঠেছে: সালাহ উদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা সে প্রশ্ন উঠেছে। এ নিয়ে একেকজন একেক প্রস্তাব দিচ্ছেন। কেউ চান পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে। এখানে আবার পাওয়ার ফাংশনের বিষয় আছে। সাধারণ বিল কীভাবে পাস হবে, সংবিধান সংশোধন হলে উচ্চকক্ষে কীভাবে পাস হবে— এমন নানান কথা বলা হচ্ছে। আবার কেউ কেউ ব্যয়ভার নিয়েও কথা বলছেন। গত সাড়ে তিন দিন আলোচনা করেও কোথাও ঐকমত্যে আসা যায়নি।

মঙ্গলবার  (১৫ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় ১৪তম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন জানান, এ নিয়ে সিদ্ধান্তের জন্য ঐকমত্য কমিশনকে দায়িত্ব দিয়েছে রাজনৈতিক দলগুলো। তারা আগামী সপ্তাহে এ নিয়ে মতামত দেওয়ার কথা রয়েছে। সে আলোকে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এর আগে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

সালাহ উদ্দিন আহমদ বলেন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়েছে। নিম্নকক্ষে নির্বাচনের পদ্ধতি নিয়ে কারও দ্বিমত নেই।

তিনি জানান, উচ্চ কক্ষের ব্যাপারেও মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত। কিন্তু এর গঠন প্রক্রিয়া এবং পাওয়ার ফাংশন কীভাবে হবে তা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

সালাহ উদ্দিন বলেন, এ ইস্যুতে বিএনপির পক্ষ থেকে  ইতিপূর্বে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা সেই জায়গাতেই আছি। যা আমাদের ৩১ দফার ভিত্তিতে উত্থাপন করেছিলাম।

এর মধ্যে দেশের বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজন, যাদের দেশের প্রতি অবস্থান এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী  তাদের মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতার অবদান যেন জাতিগঠনের কার্যক্রমে প্রতিফলিত হয়।

জাতি যাতে সমৃদ্ধ হয় সেই চিন্তা থেকেই আমরা এই প্রস্তাবটি রেখেছিলাম। সেখানে আমরা উচ্চকক্ষে ১০০টি আসন রাখার প্রস্তাব দিয়েছিলাম।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে যেভাবে আসনের অনুপাতে নির্ধারণ করা হয় সেভাবে উচ্চকক্ষ গঠন চায় বিএনপি।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্লাহ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমান।

সুত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কালারমারছড়ায় পুলিশের অভিযান: অস্ত্রসহ আটক ৩

This will close in 6 seconds

দ্বিকক্ষ সংসদের প্রয়োজন আছে কিনা, প্রশ্ন উঠেছে: সালাহ উদ্দিন আহমেদ

আপডেট সময় : ০৭:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা সে প্রশ্ন উঠেছে। এ নিয়ে একেকজন একেক প্রস্তাব দিচ্ছেন। কেউ চান পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে। এখানে আবার পাওয়ার ফাংশনের বিষয় আছে। সাধারণ বিল কীভাবে পাস হবে, সংবিধান সংশোধন হলে উচ্চকক্ষে কীভাবে পাস হবে— এমন নানান কথা বলা হচ্ছে। আবার কেউ কেউ ব্যয়ভার নিয়েও কথা বলছেন। গত সাড়ে তিন দিন আলোচনা করেও কোথাও ঐকমত্যে আসা যায়নি।

মঙ্গলবার  (১৫ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় ১৪তম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন জানান, এ নিয়ে সিদ্ধান্তের জন্য ঐকমত্য কমিশনকে দায়িত্ব দিয়েছে রাজনৈতিক দলগুলো। তারা আগামী সপ্তাহে এ নিয়ে মতামত দেওয়ার কথা রয়েছে। সে আলোকে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এর আগে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

সালাহ উদ্দিন আহমদ বলেন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়েছে। নিম্নকক্ষে নির্বাচনের পদ্ধতি নিয়ে কারও দ্বিমত নেই।

তিনি জানান, উচ্চ কক্ষের ব্যাপারেও মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত। কিন্তু এর গঠন প্রক্রিয়া এবং পাওয়ার ফাংশন কীভাবে হবে তা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

সালাহ উদ্দিন বলেন, এ ইস্যুতে বিএনপির পক্ষ থেকে  ইতিপূর্বে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা সেই জায়গাতেই আছি। যা আমাদের ৩১ দফার ভিত্তিতে উত্থাপন করেছিলাম।

এর মধ্যে দেশের বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজন, যাদের দেশের প্রতি অবস্থান এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী  তাদের মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতার অবদান যেন জাতিগঠনের কার্যক্রমে প্রতিফলিত হয়।

জাতি যাতে সমৃদ্ধ হয় সেই চিন্তা থেকেই আমরা এই প্রস্তাবটি রেখেছিলাম। সেখানে আমরা উচ্চকক্ষে ১০০টি আসন রাখার প্রস্তাব দিয়েছিলাম।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে যেভাবে আসনের অনুপাতে নির্ধারণ করা হয় সেভাবে উচ্চকক্ষ গঠন চায় বিএনপি।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্লাহ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমান।

সুত্র: বাংলা ট্রিবিউন