মহেশখালীতে দেশীয় তৈরী দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্র (এলজি) সহ মো.আরিফ (২৭) নামের এক যুবক-কে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার আঁধারঘোনা বাজারের একটি সিএনজি (যার রেজিঃ নং কক্সবাজার-থ-১১-২৬৬৪) থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এই ঘটনায় ওই সিএনজি জব্দ করা হয়েছে।
এই বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত দুইটি একনলা আগ্নেয়াস্ত্র (এলজি)সহ একজনকে আটক করতে সম্মত হয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে এই অস্ত্র পাচার করা হচ্ছিল, এরসাথে আরো কারা জড়িত আছে খতিয়ে দেখছে মহেশখালী থানা পুলিশ।
আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।
আটক মো. আরিফ উপজেলার হোয়ানকের দক্ষিণ ছনখোলা পাড়া এলাকার মৃত মনছুর আহমেদের পুত্র বলে জানা যায়।