এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে। প্রতিবছর জেলা পর্যায়ে ফলাফলের পরিসংখ্যান দিয়ে থাকে জেলা প্রশাসনের শিক্ষা শাখা ও জেলা শিক্ষা অফিস।
কিন্তু চলতি বছরের ফলাফলের পরিসংখ্যান জেলা শিক্ষা অফিস থেকে সরবরাহ করা হলেও সেখানে সর্বমোট জিপিএ-৫ কতো তা জানানো হয়নি।
এনিয়ে জেলা প্রশাসনের শিক্ষা শাখায় যোগাযোগ করা হলে তারা দেখিয়ে দেন জেলা শিক্ষা অফিসকে। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তাফার সাথে যোগাযোগ করা হলে তিনি কৃতকার্য সংখ্যা ও পাশের হারের তথ্য সরবরাহ করেন। কিন্তু তাতে জিপিএ-৫ এর তথ্য নেই।
পরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও গোলাম মোস্তাফা সাড়া দেননি।
জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার অভিজিৎ চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনিও এ সংক্রান্ত কোনো তথ্য সরবরাহ করতে পারেনি।