আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আসাফ উদ্দিন আসিফের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী জানান, ২০২০ সালে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর-মার্ডারের মামলায় এজাহারভুক্ত আসামি আরসাপ্রধান আতাউল্লাহ জুনুনি। মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতের কাছে । এসময় আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
উখিয়া থানায় দায়ের হওয়া ওই মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ৬ অক্টোবর ক্যাম্পে আরসার অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আতাউল্লাহ জুনুনি ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব।
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) মূলত মিয়ানমার ভিত্তিক একটি রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন, যা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অধিকারের দাবিতে সশস্ত্র কার্যক্রম পরিচালনা করে আসছে।