বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৬ জুলাই সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুস সাকীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইউসুফ বিন নূরী, সাধারণ সম্পাদক হিসেবে ইউনুস মোহাম্মদ মামুন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ ইকবাল।
সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানান, জেলা পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।