শনিবার বিকেলে কক্সবাজার শহরের গোলদিঘির পাড় থেকে উল্টো রথযাত্রা আয়োজন করে ইসকন।বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত ঐতিহ্যবাহী এ উৎসবে অংশগ্রহণ করেছেন।
উল্টো রথ টানার জন্য সড়কের দুপাশে জড়ো হয়েছেন ভক্তরা।যাত্রাপথে ভক্তরা চলন্ত রথের দড়ি ছুঁয়েছেন।
ভক্তরা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
উল্লেখ্য, রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসেন। এ যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, উল্টো রথযাত্রায় অংশ নিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয়।
গোলদিঘির পাড় থেকে শুরু হওয়া উল্টো রথযাত্রাটি কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে গোলদিঘির পাড়ে এসে শেষ হয়।