Thursday, May 16, 2024

কলাতলীতে উদ্বোধন হলো ওস্তাদ জাহাঙ্গীর আলম কারাতে ক্লাব

মোহাম্মদ মোরশেদ :

মার্শাল আর্ট শারিরীক কসরত শুধু নয় এটা আত্মরক্ষার কৌশলও। তাই মার্শাল আর্ট বাড়ায় আত্মবিশ্বাস। এ প্রত্যয়ে কক্সবাজারে উদ্বোধন হলো ওস্তাদ জাহাঙ্গীর মার্শাল আর্ট ক্লাব। শনিবার সকাল ১১ টায় কক্সবাজার কলাতলীতে ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্টে এই মার্শাল আর্ট ক্লাবের উদ্বোধন করেন পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। এসময় তিনি বলেন,
মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে এই মার্শাল আর্ট ক্লাব কক্সবাজারে গুরত্বপূর্ণ ভুমিকা রাখবে। সে সাথে তিনি আরো বলেন এই কারাতে ক্লাবটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পৌরসভা থেকে সহযোগিতা করা হবে।

এসময় উস্তাদ জাহাঙ্গীর বলেন সারাবিশ্বের মতো নিজের মাতৃভূমি কক্সবাজারে মার্শাল আর্টকে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে এই মার্শাল আর্ট ক্লাব ও জিমের উদ্বোধন করেছি।

এই ক্লাবে কারাতে, কুংফু, জুডো, তায়কোয়ান্দো, ফেন্সিং, বক্সিং, উসুসহ অনেক ধরনের মার্শাল আর্ট শিখতে পারবে বলে জানান ক্লাব সংশ্লিষ্টরা।

এছাড়াও ছোট-বড় সবার জন্যইমার্শাল শেখার সুযোগ রয়েছে বলেন জানানো হয়। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর এমএ মঞ্জুর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page