Thursday, May 16, 2024

শহরে বেড়েছে চুরি ছিনতাই: ফের মটর সাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার শহরের বাজারঘাটা এনসিসি ব্যাংকের নিচ থেকে
মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহঃপতিবার (৩০ নভেম্বর) রাত ৯:৩০ মিনিটের সময় মটর সাইকেল মালিক হাবিবুর রহমানের নিজ ব্যবসা প্রতিষ্টান কবির ট্রেডিংয়ের সামনে থেকে বাইকটি নিয়ে যায় চোরের সিন্ডিকেট।

হাবিবুর রহমান জানান, বাইকটি প্রতিদিন দোকানের সামনে লক দিয়ে পার্কিং রাখি। গত বৃহঃপতিবারও একই জায়গায় গাড়িটি রেখে দোকানে কাজ করছিলাম। হঠাৎ বাইরে খেয়াল করে দেখি গাড়ির রাখার স্থানে গাড়িটি নাই। পরে খোঁজ নিয়ে দেখতে পাই বাহারছড়া গোল চত্বর মুক্তিযোদ্ধা মাঠের পাশ দিয়ে অজ্ঞাত এক লোক গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছে যা সিসিটিভিতে দেখা যাচ্ছে।

চুরি হওয়া বাইক যার ব্র্যান্ড ও মডেল HONDA X DLADE। এবং কালার (গ্রে)সবুজ । যার রেজিষ্টেশন নাম্বার কক্সবাজার ল-১১-৯২৯০। বাইকটির চেসিস নং: PS0KCA190KH116041
ইঞ্জিন নাম্বার: KC35EA2016537 বাইকটির সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত দেয়া হবে বলে জানিয়েছেন মালিক হাবিবুর রহমান।

কক্সবাজারে গত ১ মাসে অন্তত ১শর বেশি চুরির ঘটনা ঘটেছে।
সাংবাদিক আজিজ রাসেলের মটর সাইকেল ও সিয়াম সোহেলের মিনিট্রাক চুরিসহ একাধিক ঘটনা ঘটেছে। এ বিষয়ে তারা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারনে বারবার এমন ঘটনা হচ্ছে। আন্তঃজেলা গাড়ি চোর সিন্ডিকেটের অন্যতম হোতারা চুরি ছিনতাইয়ে ঘটনা করে সহজেই মুক্তি পেয়ে যায়। যার কারনে শহরে দাপিয়ে বেড়াই চোর সিন্ডিকেট। প্রশাসনের আরো নজরদারী বাড়ানো জরুরি বলে মনে করেন তারা।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page