Wednesday, May 8, 2024

স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন নিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিব

আব্দুর রশিদ মানিক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাও) আসনে মনোনয়ন ফরম নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের কাছ থেকে তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।

আগে থেকে যে গুঞ্জন উঠেছিলো সে গুঞ্জন হয়তো সত্যি হতে চললো এর মধ্য দিয়ে।

তবে এখনো তিনি শেষ পর্যন্ত নির্বাচন করবেন কিনা তা নিয়ে নিশ্চিত করে কিছুই বলেননি। কেননা মনোনয়ন জমা দেয়ার সময়ও যেমন রয়েছে এখনো, এরপর মনোনয়ন প্রত্যাহারের সুযোগও রয়েছে।

তাই এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছেনা মুজিব শেষ পর্যন্ত নির্বাচন করবেন কিনা! তিনি দলের জেলা সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। তাই শেষ পর্যন্ত দলীয় প্রার্থীর বিপক্ষে মাঠে থাকবেন কিনা সেই প্রশ্ন রয়েই গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এমন ইঙ্গিত দিয়ে সোমবার থেকে স্ট্যাটাস দিয়েছেন তার অনুসারীরা। অনেকেই লিখছেন ‘কিং ইজ ব্যাক’, অনেকেই লিখছেন নাগরিক কমিটির প্রার্থী।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page