Saturday, May 18, 2024

জনগণ যাকে বেছে নিয়েছে তাকে গ্রহণ করাই রাজনীতির মূল্যবোধ-আবছার পুত্রের স্ট্যাটাস

বিশেষ প্রতিনিধি

রাত পোহালেই কক্সবাজার সদর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের আগের রাতে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই নির্বাচনের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নুরুল আবছারের সন্তান নুরুল আবরার করিম।

স্ট্যাটাসের লেখনিতে ফুটে উঠেছে বাবার প্রতিপক্ষের প্রতি বিনয়ী মনোভাব, ঠিক যেনো বাবার মতোই!

টিটিএনের পাঠকদের জন্য স্ট্যাটাস টি হুবহু তুলে ধরা হলো :

জয় পরাজয়ের উর্ধ্বে গিয়েও স্বমহিমায় উজ্জ্বল থাকা মানুষের সন্তান আমি, একদিনের ফলাফলে ভেঙ্গে পড়া লোকের সন্তান আমি নই।

ইংরেজিতে একটা প্রবাদ আছে

” Who have nothing to lose He have everything to win”

অর্থাৎ,আমার পরাজয়ের ঘটা একবার পূর্ণ হোক এরপর থেকে জয়ের ধারা শুরু এবং অব্যাহত থাকবে ইন শা আল্লাহ। এই পরিস্থিতির মধ্যেও যারা পাশে আছেন আপনাদের কথা দিচ্ছি আজ না হোক আগামী দশ বছর পর গিয়েও আমার আর আমার বাবার প্রতিটা মাইলস্টোনের উদযাপন আমরা একসাথে করবো।

আর প্রতিপক্ষের উদ্দেশ্যে কিছু কথা, আপনাদের সাথে আমাদের প্রতিযোগিতা কেবল মাঠ পর্যায়ে।

বাবাকে সবসময়ই বলতে দেখেছি,

“প্রতিপক্ষ/প্রতিদ্বন্দী মানেই শত্রু নয়। এই শহরের প্রতি তাদের যতটা ত্যাগ স্বীকার আছে আমাদের ও ততটা অবদান আছে। এই নির্বাচনের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এসব মাঠ পর্যায়ে সীমাবদ্ধ। জনগণ যাকে বেছে নিয়েছে তাকে গ্রহণ করাই রাজনীতির মূল্যবোধ।”

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page