Monday, May 6, 2024

ডেঙ্গুতে মৃত্যু ১৪০০ ছাড়ালো

টিটিএন ডেস্ক:

ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। তাদের মধ্যে ঢাকার ৯ জন, ঢাকার বাইরে ৬ জন। এ নিয়ে সরকারি হিসাবে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ১ হাজার ৪০৮ জনের। রবিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১০৩ জন। তাদের মধ্যে ৪৩৩ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৭০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬ হাজার ৭০৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ১ হাজার ৮১৫ জন। আর বাকি ৪ হাজার ৮৮৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ৯০৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ৭৯২ জন।

 

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page